লেনদেন-সূচক বেড়েছে পুঁজিবাজারে

ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে বাংলাদেশের পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2020, 11:58 AM
Updated : 3 March 2020, 11:58 AM

সোমবারের পর মঙ্গলবারও মূল্যসূচক ও লেনদেন বেড়েছে দুই বাজারে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩১ দশমিক ২৫ পয়েন্ট বেড়েছে।

৬০৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। এই অংক সোমবারের চেয়ে প্রায় ২০০ কোটি টাকা বেশি। সোমবার এই বাজারে ৪১৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ১০৭ পয়েন্ট।

সূচক অবস্থান করছে ১৩ হাজার ৬৬৬ পয়েন্টে।

লেনদন হয়েছে ২৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার। সোমবার লেনদেনের পরিমাণ ছিল ১৬ কোটি ২ লাখ টাকা।

জানুয়ারিতে বড় ধসের পর পুঁজিবাজার জাগাতে গত ১০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দীর্ঘ মেয়াদী পরিকল্পনার আওতায় ব্যাংকগুলোকে ‘বিশেষ তহবিল’ গঠনের সুযোগ দেওয়ার পর থেকে বাজার ঘুরে দাঁড়াতে শুরু করে।

টানা কয়েক দিন লেনদেনের পাশাপাশি সূচকও বাড়ে। বাজারে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসতে শুরু করেছিল।

কিন্তু ২৪ ফেব্রুয়ারি থেকে বাজারে ফের লেনদেন ও সূচক কমতে শুরু করে।

টানা সাত কর্মদিবস পতনের পর চলতি সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার থেকে দু্ই বাজারে সূচকের পাশপাশি লেনদেন বাড়ছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৬৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৮৫ পয়েন্টে।

৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৩টির। কমেছে  ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৩৬৬ পয়েন্টে।

২৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮২টির। কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর।