৫০০ কোটি টাকা বন্ড ছাড়ার অনুমতি পেল ‌এমটিবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ৫০০ কোটি টাকা বন্ড ছাড়ার অনুমতি পেয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2019, 03:05 PM
Updated : 31 Dec 2019, 05:02 PM
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি এই অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার কমিশনের চেয়ারম্যান খায়রুল হোসেনর সভাপতিত্বে সংস্থার ৭১৩তম কমিশন সভায় অনুমোদন দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বন্ডের মেয়াদ হবে ৭ বছর। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক এই টাকা দিয়ে তাদের মূলধনের ভিত্তি শক্ত করবে। 

বন্ডটির প্রতিটির মূল্য হবে ১ কোটি টাকা। বিভিন্ন প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং যোগ্য বিনিয়োগকারীরা বন্ডটি কিনতে পারবে।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ড ইস্যু করা হবে।

বন্ডের বৈশিষ্ট হচ্ছে, এটি শেয়ারে পরিবর্তন করা যাবে না। অর্থাৎ নন-কনভার্টেবল।

মেয়াদ শেষে এর টাকা পুরোপুরি ফেরত পাওয়া যাবে। অর্থাৎ ফুল্লি রিডিমেবল।

আনসিকিউরড , অতালিকাভুক্ত সাবঅর্ডিনেটেড বন্ড।

বন্ডটির ট্রাস্টি ইবিএল ইনভেস্টমেন্ট; লিড অ্যারেঞ্জার আরএসএ অ্যাডভাইজার লিমিটেড।