লেনদেন-সূচক বেড়ে সপ্তাহ শেষ

লেনদেন-মূল্যসূচক বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2019, 12:27 PM
Updated : 26 Dec 2019, 12:27 PM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৮ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪১৮ দশমিক ৮৩ পয়েন্টে।

টানা তিন দিন পতনের পর সূচক বাড়ল পুঁজিবাজারে। এই তিন দিনে ডিএসইএক্স প্রায় ৬৬ পয়েন্ট হারিয়েছে।

বৃহস্পতিবার অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৯১ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৪৬৪ দশমিক ৩৯ পয়েন্টে।

ঢাকায় ৩০৫ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার এই বাজারে ২৩৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

অন্য দিকে সিএসইতে ৩৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেনের অংক ছিল ৭ কোটি ৬৩ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ৯২টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৮ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪১৮ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ  ৯ দশমিক  ৪৫ পয়েন্ট  বেড়ে  অবস্থান করছে ৯৯৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১২ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫০৮ পয়েন্টে।

সিএসইতে বৃহস্পতিবার ৩৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেনের অংক ছিল ৭ কোটি ৬৩ লাখ টাকা।

লেনদেন হয়েছে ২২৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।