১০ কোম্পানির প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০টি কোম্পানি তাদের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) মুনাফা প্রকাশ কেরেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2019, 04:38 PM
Updated : 12 Nov 2019, 06:04 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বস্ত্র খাতের মালেক স্পিনিং প্রথম প্রন্তিকে ২৪ পয়সা মুনাফা করেছে। আগের বছর এসময় তারা ৩ পয়সা লোকসান দেখিয়েছিল। লোকসান থেকে মুনাফায় গেছে প্রতিষ্ঠান টি।     

জ্বালানি ও বিদ্যুৎ খাতের পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ জুলাই-সেপ্টেম্বর ২ টাকা ৮৭ পয়সা মুনাফা করেছে। আগের বছর এসময় তারা ৩ টাকা ১৪ পয়সা মুনাফা দেখিয়েছিল। এবার মুনাফা কমেছে।

জ্বালানি ও বিদ্যুৎ খাতের আরেকটি কোম্পানি তিতাস গ্যাস এই তিন মাসে ৭২ পয়সা মুনাফা করেছে। গত বছর একই সময়ে প্রতিষ্ঠানটি ১৬ পয়সা লোকসান দেখিয়েছিল।

ঔষধ ও রসায়ন খাতের কোহিনূর কেমিক্যালস জুলাই-সেপ্টেম্বর সময়ে ৩ টাকা ৬ পয়সা মুনাফা করেছে। আগের বছর এ সময় ২ টাকা ৩৬ পয়সা লোকসান দিয়েছিল।

প্রকৌশল খাতের বাংলাদেশ ল্যাম্পস ১ টাকা ৪৮ পয়সা লোকসান করেছে। গত বছর লোকসান দিয়েছিল ১১ পয়সা।

প্রকৌশল খাতের আরেক কোম্পানি সুরিদ ইন্ডাস্ট্রিজ প্রথম প্রন্তিকে ৬৪ পয়সা মুনাফা করেছে। গত বছল এ সময়ে মুনাফার পরিমাণ ছিল ২৮ পয়সা।

সিমেন্ট খাতের প্রিমিয়ার সিমেন্ট ৪১ পয়সা মুনাফা করেছে। গত বছর এই তিন মাসে মুনাফা করেছিল ১ টাকা ২ পয়সা।

প্রকৌশল খাতের ওআইমেক্ম ইলেকট্রোডস জুলাই-সেপ্টেম্বর ৫০ পয়সা মুনাফা করেছে। গত বছল এ সময়ে মুনাফার পরিমাণ ছিল ৪৩ পয়সা।

ন্যাশনাল পলিমার ১ টাকা ৪৮ পয়সা মুনাফা করেছে। গত বছর মুনাফার পরিমাণ ছিল  ৭৮ পয়সা।

এছাড়া তথ্য প্রযুক্তি খাতর জেনেক্স ইনফোসিস জুলাই-সেপ্টেম্বরে ১ টাকা ১ পয়সা মুনাফা করেছে। গত বছল একই সময়ে মুনাফার পরিমাণ ছিল ৫০ পয়সা।