সূচক বাড়লেও লেনদেন কমেছে

মূল্যসূচক বাড়লেও লেনদেন কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2019, 11:07 AM
Updated : 3 Nov 2019, 11:07 AM

সপ্তাহের প্রথম দিন রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৯ পয়েন্টের বেশি। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৭৯ পয়েন্টের মতো।

তবে দুই বাজারেই লেনদেন কমেছে।ঢাকায় লেনদেন হয়েছে ৩২৬ কোটি টাকা। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৪০৫ কোটি ৪৩ লাখ টাকা।

সিএসইতে রোববার ১৫ কোটি ২২ লাখ টাকা লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনরদেনের অংক ছিল ১৮ কোটি ৩২ লাখ টাকা।

ডিএসইএক্স বা প্রধান সূচক ২৯ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭১২ দশমিক ০৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৩ দশমিক ১৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১ হাজার ৬৩৮ দশমিক ৩৫ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯০টির, কমেছে ১২৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর।

সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩০০ দশমিক ৫৬ পয়েন্টে। ।

লেনদেনে অংশ নিয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ৬৩টির। আর অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।