এক মাস পর ডিএসইতে লেনদেন ৪০০ কোটি টাকা

লেনদেনে খরা কাটতে শুরু করেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2019, 11:40 AM
Updated : 31 Oct 2019, 11:40 AM

এক মাস পর প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে।

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার এই বাজারে ৪০৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। যা গত এক মাসের মধ্যে সবচেয়ে বেশি।

এর আগে এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল ৩০ সেপ্টেম্বর; সেদিন লেনদেনের অংক ছিল ৫৯৫ কোটি ৭৮ লাখ টাকা।

বুধবার ডিএসইতে ৩৪৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। ব্লক মার্কেটে একটি কোম্পানির মোটা অংকের শেয়ার লেনদেন হওয়ায় বুধবার ৫৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বৃহস্পতিবার তা কমে ১৮ কোটি ৩২ লাখ টাকায় নেমে এসেছে।

বৃহস্পতিবার ঢাকায় প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের অবস্থায় থাকলেও চট্টগ্রামে ৫৫ পয়েন্টের মতো কমেছে।

ডিএসইএক্স সূচক দশমিক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৮২ দশমিক ৯০ পয়েন্টে।

সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৫৪ দশমিক ৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ২২১ দশমিক ৭৮ পয়েন্টে। ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ১২৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৪১টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক দশমিক ৩০ পয়েন্ট কমে ৪ হাজার ৬৮২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬২৭ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ১০৬টির। আর অপরিবর্তিত রয়েছে ২২টির দর।