৩৫ মাস আগের অবস্থানে ডিএসই সূচক

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার সূচক কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2019, 10:53 AM
Updated : 28 Oct 2019, 10:53 AM

সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ দশমিক ৪২ পয়েন্ট বা ১ দশমিক ১২ শতাংশ কমে ৪ হাজার ৬৯৯ দশমিক ২২ পয়েন্টে অবস্থান করছে।

২০১৩ সালের ২৭ জানুয়ারি এই সূচক চালু হওয়ার পর গত প্রায় ৩৫ মাসের মধ্যে এটা সর্বনিম্ন।

এর আগে ২০১৬ সালের ১৭ নভেম্বর ডিএসইএক্স ছিল ৪ হাজার ৬৯৮ পয়েন্ট।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসপিআই ১২৪ দশমিক ৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩৩৬ দশমিক ৩৩ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ৩০৫ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪৮ কোটি ৮১ লাখ টাকা বেশি।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৭ টির, কমেছে ২৬০টির; অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইর অন্য সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ দশমিক ৩২ কমে অবস্থান করছে একহাজার ৭৪ পয়েন্টে; ডিএস৩০ ১৯ দশমিক ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৪৮ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ১২ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের চেয়ে এককোটি ৩৯ লাখ টাকা বেশি।

এই বাজারে লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ১৭১টির ও অপরিবর্তিত রয়েছে ১৮টির।

বাজারে দরপতনের বিষয়ে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী মোহাম্মদ এমরান হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুঁজিবাজারে চলছে তারল্য সংকট। অনেক বিনিয়োগকারী সাইডলাইনে বসা তারা বিনিয়োগ করছেন না। ফলে পুঁজিবাজারের উপর একটা আস্থাহীনতা তৈরি হয়েছে।”