পুঁজিবাজারে লেনদেন তলানিতে

বাংলাদেশের পুঁজিবাজারে লেনদেন একেবারে তলানিতে নেমে এসেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2019, 04:14 PM
Updated : 27 Oct 2019, 04:14 PM

সপ্তাহের প্রথম দিন রোববার ঢাকায় ২৫৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনের এই অংক গত সাড়ে পাঁচ মাসের মধ্যে সবচেয়ে কম।

এর আগে চলতি বছরের ১৫ মে ২৫৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার এই বাজারে ৩২২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

রোববার সিএসইতে ১১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।বৃহস্পতিবার লেনদেনের অংক ছিল ২০ কোটি ৪২ লাখ টাকা।

লেনদেনের পাশপাশি মূল্যসূচকও কমেছে দুই বাজারে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৯ দশমিক ৩৫ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৬৯ দশমিক ৮৩ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ১৭৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৪২টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ১৯ দশমিক ৩৫ পয়েন্ট কমে ৪ হাজার ৭৫২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ দশমিক ৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৬৮ পয়েন্টে।

অন্যদিকে সিএসই’র প্রধান সূচক সিএএসপিআই ৬৯ দশমিক ৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৬১ দশমিক ০৯ পয়েন্টে।

লেনদেনে অংশ নিয়েছে ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১২৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।