দরপতনে সপ্তাহ শুরু

দরপতনে আরেকটি সপ্তাহ শুরু করল বাংলাদেশের পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2019, 11:22 AM
Updated : 6 Oct 2019, 11:22 AM

বেশ কিছুদিন ধরেই পুঁজিবাজারে মন্দা চলছে। তারই ধারাবাহিকতায় আরেকটি সপ্তাহ শুরু হল।

সপ্তাহের প্রথম দিন রোববার ঢাকার বাজারে প্রধান সূচব ডিএসইএক্স কমেছে ২১ পয়েন্ট। চট্টগ্রামে প্রধান সূচক সিএসপিআই কমেছে ৫৬ পয়েন্টের বেশি।

দুই বাজারেই লেনদেন কমেছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯১৬ দশমিক ৬৮ পয়েন্টে।

চট্টগ্র্ম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসপিআই ৫৬ দশমিক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৯৬৬ দশমিক ০৩ পয়েন্টে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের চেয়ে এই লেনদেন ২১ কোটি ৪২ লাখ টাকা কম।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৩২৮ কোটি ৬৪ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ২৩১টির। আর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ২১ দশমিক ১৩ পয়েন্ট কমে ৪ হাজার ৯১৬ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৩৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচত ৭ দশমিক ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৪৭ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৫৬ দশমিক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৯৬৬ দশমিক ০৩ পয়েন্টে।

১২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার সিএসইতে লেনদেন ছিল ১৫ কোটি ১১ লাখ টাকা।

লেনদেন হয়েছে ২৫০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টির দর।