সিনজেনটা বাংলাদেশের ১৫% লভ্যাংশ অনুমোদন

২০১৮ সালের সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে বহুজাতিক কীটনাশক ও বীজ কোম্পানি সিনজেনটা বাংলাদেশ লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2019, 02:32 PM
Updated : 24 Sept 2019, 02:32 PM

কোম্পানির বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডাররা এই লভ্যাংশ অনুমোদন করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিস কর্পোরেশনের চেয়ারম্যান এবং সিনজেনটা বাংলাদশের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান হাইয়ুল কাইয়ুমের সভাপতিত্বে গত রোববার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ওই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যদের মধ্যে সিনজেনটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এ এম গোলাম তৌহিদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিসিআইসি সিনজেনটা বাংলাদেশের ৪০ শতাংশ শেয়ারের মালিক বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।