ঢাকায় লেনদেন বাড়লেও চট্টগ্রামে কমেছে

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার বাংলাদেশের দুই পুঁজিবাজারেই মূল্যসূচক কমেছে। তবে ঢাকার বাজারে লেনদেন বাড়লেও চট্টগ্রামে কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2019, 11:36 AM
Updated : 18 July 2019, 11:36 AM

প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৩০ দশমিক ৬৯ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্র্ম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৫ দশমিক ৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৭২৪ দশমিক ৭১ পয়েন্টে।

বৃহস্পতিবার ডিএসইতে ৩৯৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবারের তুলনায় লেনদেন বেড়েছে ৮৫ কোটি ৬৯ লাখ টাকা। বুধবার এই বাজারে ৩০৯ কোটি ৬০ লাখ টাকা লেনদেন হয়েছিল।

তবে সিএসইতে লেনেদন বেশ খানিকটা কমেছে। বৃহস্পতিবার এই বাজারে ১৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা বুধবারের চেয়ে ১৩ কোটি ৩৩ লাখ টাকা কম।

বুধবার সিএসইতে ৩০ কোটি ১৪ লাখ টাকা লেনদেন হয়েছিল।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ২০৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২ দশমিক ৪৩ পয়েন্ট কমে ৫ হাজার ১৩০ দশমিক ৬৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৭৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮২৯ পয়েন্টে।

সিএসইতে লেনদেন হয়েছে ২৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির।