সূচক বাড়লেও কমেছে বেশিরভাগ শেয়ারের দর

বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সামান্য বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2019, 10:56 AM
Updated : 26 May 2019, 10:56 AM

ডিএসইতে লেনদেনও খানিকটা বেড়েছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে।

সপ্তাহের প্রথম দিন রোববার ডিএসইএক্স ২ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫৩ দশমিক ৩৩ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪১ দশমিক ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯৯৯ দশমিক ৫০ পয়েন্টে।

রোববার ডিএসইতে ৩২৮ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের এই অংক গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের চেয়ে ৯ কোটি ৪২ লাখ টাকা বেশি।

বৃহস্পতিবার লেনদেনের অংক ছিল ৩১৯ কোটি ৪৮ লাখ টাকা।

রোববার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১৮৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৪২টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫৩ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৭২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৯০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮২৫ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ১৭ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন বৃহস্পতিবারের তুলনায় ১ কোটি ১৭ লাখ টাকা কম।

লেনদেন হয়েছে ২৫৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯২ টির, কমেছে ১৪৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির দর।