সূচক বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ দিন সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2019, 10:16 AM
Updated : 22 May 2019, 10:16 AM

বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫০ দশমিক ৯৪ পয়েন্টে ।

এদিন ঢাকায় ২৯০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। মঙ্গলবার এই বাজারে ৩৫১ কোটি  ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩৪ দশমিক ৮৮ পয়েন্ট। সিএসইতে ১৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেনের অংক ছিল ৩৬ কোটি ৪ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯১টির, কমেছে ৯২টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৯টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ১৪ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫০ দশমিক ৯৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৯৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৩০ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩৪ দশমিক ৮৮ পয়েন্ট; সূচক হয়েছে ১৬ হাজার ৪২ পয়েন্ট।

লেনদেনে অংশ নিয়েছে ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৭২টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।