সূচক কমেছে দুই বাজারে

সপ্তাহের তৃতীয় দিনও সূচক কমেছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2019, 09:42 AM
Updated : 21 May 2019, 09:42 AM

মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৩৬ দশমিক ৮৫ পয়েন্টে।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসপিআই ৭৭ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ০১৫ দশমিক ৫৭ পয়েন্টে।

মঙ্গলবার প্রধান বাজার ডিএসইতে ৩৫১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা সোমবারের তুলনায় ৩৬ কোটি তিন লাখ টাকা কম।

সোমবার ডিএসইতে লেনদেন ছিল ৩৮৭ কোটি ৭৩ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ২১৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৯ দশমিক ২৯ পয়েন্ট কমে ৫ হাজার ২৩৬ দশমিক ৮৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৯৫ পয়েন্টে। আর ডিএস৩০ ১০ দশমিক ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮২২ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ৩৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ২৪ কোটি ৮৫ লাখ টাকা কম।

লেনদেন হয়েছে ২৩৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৭ টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।