টানা তিন দিন দরপতন পুঁজিবাজারে

মূল্যসূচক কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে। কমেছে লেনদেনের পরিমাণ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2019, 10:37 AM
Updated : 8 May 2019, 10:37 AM

সপ্তাহের চতুর্থ দিন বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৭ দশমিক ৬১ পয়েন্ট, সূচক অবস্থান করছে ৫ হাজার ২৭২ দশমিক ৩৮ পয়েন্টে ।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২১ দশমিক ২০ পয়েন্ট।

এ নিয়ে টানা তিন দিন দরপতন হয়েছে পুঁজিবাজারে। ডিএসইএক্স কমেছে ১২৩ পয়েন্ট। তার আগের তিন কর্মদিবসে এই সূচক ২১৯ পয়েন্ট বেড়েছিল।

বুধবার ঢাকায় ৩৩১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। মঙ্গলবার এই বাজারে ৪৩৩ কোটি  ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বুধবার সিএসইতে ১৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেনের অংক ছিল ২৬ কোটি ৪৯ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৫ টির, কমেছে ২০৬ টির। আর অপরিবর্তিত রয়েছে ৫২টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ১৭ দশমিক ৬১ পয়েন্ট কমে ৫ হাজার ২৭২ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২১৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৫৮ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২১ দশমিক ২০ পয়েন্ট; সূচক হয়েছে ১৬ হাজার ২০৯ পয়েন্ট।

লেনদেনে অংশ নিয়েছে ২২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৭ টির, কমেছে ১৩৬ টির। আর অপরিবর্তিত রয়েছে ৩১টির দর।