রোজায় পুঁজিবাজারে লেনদেন ১০টা-২টা

রোজার মাসে বাংলাদেশের পুঁজিবাজারে লেনদেনের সময়ে পরিবর্তন আনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2019, 12:21 PM
Updated : 6 May 2019, 12:21 PM

স্বাভাবিক সময়ের চেয়ে আধা ঘণ্টা আগে লেনদেন শুরু হবে; শেষও হবে আধা ঘন্টা আগে।

প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাসে লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। স্বাভাবিক সময়ে যেটা সাড়ে ১০টায় শুরু হয়ে আড়াইটা শেষ হয়।

তবে ডিএসই অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) রোজার মাসে এই একই সময়ে লেনদেন হবে।

চাঁদ দেখা সাপেক্ষে ৭ মে মঙ্গলবার  থেকে রমজান মাস শুরু হওয়ার কথা।

হয় তাহলে ওইদিন থেকে  ডিএসই ও সিএসইতে আধা ঘন্টা আগে লেনদেন শুরু হবে।

ঈদ-উল-ফিতরের ছুটির পর পুরনো সময়সূচি অনুযায়ী লেনদেন ও অফিস চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।