সপ্তাহের শেষ ভাগে সূচকের বড় উত্থান

সপ্তাহের শেষ দিন সূচকের বড় উত্থান হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। তবে ঢাকায় লেনদেন বাড়লেও চট্টগ্রামে এখনও নিম্নগামী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2019, 10:12 AM
Updated : 11 April 2019, 10:12 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচকই বেড়েছে।

প্রধান সূচক ডিএসইএক্স ৬৪ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩২৬ দশমিক ৩৯ পয়েন্টে।

আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে এক হাজার ২৩৩ পয়েন্টে এবং ডিএস৩০ ২৫ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৯০২ পয়েন্টে অবস্থান করছে।

এর আগে চার দিনে প্রায় ২০০ পয়েন্ট সূচক কমে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে।

গত ৪ এপ্রিল যে সূচক ছিল ৫ হাজার ৪৬০ পয়েন্ট, তা বুধবারে ৫ হাজার ২৬১ পয়েন্টে নেমে আসে।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনও বুধবারের তুলনায় নয় কোটি ৩৫ লাখ টাকা বেড়েছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজারে ২৮৪ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার যা ছিল ২৭৪ কোটি ৮৪ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৪৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬২টির, কমেছে ৪৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কর্মদিবসে প্রধান সূচক সিএসপিআই ১৭৯ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৩২৮ দশমিক ৩৭ পয়েন্টে।

এ বাজারে ১১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন বুধবারের তুলনায় ৪৮ লাখ টাকা কম।

লেনদেন হয়েছে ২২৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।