পুঁজিবাজারে ‘খেলোয়াড়রা সুশিক্ষিত নয়’

বাংলাদেশের পুঁজিবাজারে ‘খেলোয়াড়রা সুশিক্ষিত নয়’ বলে আক্ষেপ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2019, 04:11 PM
Updated : 2 April 2019, 04:21 PM

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পুঁজিবাজার শক্তিশালী করতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার আশ্বাস দিতে গিয়ে তিনি বলেন, “দেশের পুঁজিবাজার শক্তিশালী না হওয়ার কারণ আমার পুরোপুরি জানা নেই। হতে পারে যে কাজগুলো করার দরকার, তা আমরা করতে পারছি না; তবে হতে পারে দেশের বাজারের খেলোয়াড়রা সুশিক্ষিত নন।”

পুঁজিবাজারকে আর্থিক ও রাজস্ব দুই ধরনেরই সহায়তার আশ্বাস দিয়ে তিনি বলেন, “পুঁজিবাজারের সঙ্গে প্রতি মাসে একবার বৈঠক করা হবে। ইউনিভার্সিটির মতো ক্লাস হবে।”

অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব পুঁজিবাজার বিষয়ক এই ক্লাস নেবেন বলে জানান তিনি।

পুঁজিবাজার শক্তিশালী করতে সরকারি কোম্পানিগুলোর শেয়ার ছাড়ার কথা বলেন মুস্তফা কামাল।

তিনি বলেন, “অর্থনৈতিক মৌলভিত্তি শক্তিশালী হলে বাজারও শক্তিশালী হবে, যদিও এখনকার বাজার স্থিতিশীল আছে। হই চই হচ্ছে না।”

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্স ঢাকা ২০১৯' এর উদ্বোধনী অনুষ্ঠানেও পুঁজিবাজার নিয়ে আশার কথা শুনিয়েছিলেন অর্থমন্ত্রী।

ওই অনুষ্ঠানে তিনি বলেন, “সরকারের প্রতি বিশ্বাস রাখুন। আমরা ঠকবো না, পুঁজিবাজার থেকে জিতবই। আমি অ্যাকাউন্টসের লোক; আমি লস দেবনা, লাভ দেব। পুজিবাজার আমার জন্য চ্যালেঞ্জ।”

৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের কয়েক দিন আগে পুঁজিবাজারে আশার সঞ্চার হয়েছিল। লেনদেনের পাশাপাশি মূল্যসূচক বাড়তে থাকে। ভোটের পরও তা অব্যাহত থাকে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বাড়তে বাড়তে ৫ হাজার ৯৫০ পয়েন্টে গিয়ে উঠেছিল। লেনদেন বেড়ে ১ হাজার ৩০০ কোটি টাকা হয়েছিল।

কিন্তু ৩০ জানুয়ারি নতুন মুদ্রানীতি (জানুয়ারি-জুন) ঘোষণার পর থেকে বাজার ফের মন্দাবস্থায় ফিরে আসে।

ডিএসইএক্স কমতে কমতে ৫ হাজার ৫০০ পয়েন্টে নেমে আসে। লেনদেন নেমে আসে ৩০০ কোটি টাকার ঘরে।

সোম ও মঙ্গলবার অবশ্য সূচক কিছুটা বেড়ে ৫ হাজার ৫২২ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ৪১৪ কোটি ৫২ লাখ টাকা।