আইডিএলসির ৩৫% লভ্যাংশ অনুমোদন

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2019, 02:41 PM
Updated : 31 March 2019, 02:41 PM

সভায় ২০১৮ সালে শেয়ারহোল্ডারদের জন্য প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ প্রস্তাবিত ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ (শেয়ার প্রতি ৩ টাকা ৫০ পয়সা) অনুমোদন দেয়া হয়।

বৃহস্পতিবার রাজধানীর র‌্যাডিসন হোটেলে এ সভা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

সভায় জানানো হয়, আইডিএলসি প্রাতিষ্ঠানিক শক্তি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক-কেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে স্থিতিশীল অবস্থান ধরে রখেছে। ২০১৮ সাল শেষে আইডিএলসির মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৩৯৩ কোটি টাকা। আগের বছরের চেয়ে যা ১৭ দশমিক ৩৯ শতাংশ বেশি।

মন্দ ঋণের হার ২ দশমিক ৭৭ শতাংশ থেকে কমে ২ দশমিক ২০ শতাংশ হয়েছে। মোট সম্পদের পরিমাণ ১৪ দশমিক ০৯ শতাংশ বেড়ে হয়েছে ১০ হাজার ৯১৭ কোটি টাকা।

এজিএমে সভাপতিত্ব করেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের চেয়ারম্যান আজিজ আল মাহমুদ। বক্তব্য রাখেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মনোয়ার উদ্দিন আহমেদ, পরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, মাহিয়া জুনায়ে, মোহাম্মদ মাহবুবুর রহমান, কামরুল হাসান, নিয়াজ হাবিব, মতিউল ইসলাম নওশাদ, প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ খান এবং কোম্পানি সচিব মোহাম্মদ জোবাইর রহমান খান।

বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।