বিএসইসির দুঃখ প্রকাশ

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে এক কর্মকর্তার ‘ঔদ্ধত্যপূর্ণ’ আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2019, 02:27 PM
Updated : 26 March 2019, 02:58 PM

সোমবার রাতে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়েছে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি অফিসে এক সংবাদ সম্মেলনে এই সাইফুর রহমানই সাংবাদিকদের সঙ্গে ‘ঔদ্ধত্যপূর্ণ’ আচরণ করেছিলেন। প্রতিবাদে সংবাদ সম্মেলন বয়কট করেছিল সাংবাদিকরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্স নিয়ে সংবাদ সম্মেলন শেষে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোটেই কাম্য ছিল না। যেহেতু সাংবাদিকরা কমিশনের অতিথি হিসেবে আমন্ত্রণে এসেছিল, সেহেতু উদ্ভুত পরিস্থিতির জন্য কমিশন দুঃখ প্রকাশ করছে।

“পেশাগত দায়িত্ব পালনে নিয়মের মধ্য থেকে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কমিশন আলোচনা করবে এবং সমজাতীয় বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিকদের প্রবেশাধিকারের বিদ্যমান সুযোগ সুবিধার আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে।”