লেনদেন কমে সপ্তাহ শেষ

লেনদেন কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2019, 11:35 AM
Updated : 14 March 2019, 11:35 AM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৬০ পয়েন্ট বাড়লেও লেনদেন কমেছে ১২৫ কোটি টাকা।

বুধবার এই বাজারে ৭০৮ কোটি ১২ লাখ টাকার য়োর হাতবদল হয়েছিল। বৃহস্পতিবার তা ৫৮৫ কোটি টাকায় নেমে এসেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বৃজস্পতিবার ১২ দশমিক ২৫ পয়েন্ট কমেছে।লেনদেন হয়েছে ২১ কোটি ৫২ লাখ টাকা।

বুধবার এই বাজারে ২০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ২৩১টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ২ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৫৫ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৯২ দশমিক ৮৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৮ দশমিক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৩ দশমিক ৬৬ পয়েন্টে।

তবে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১২ দশমিক ২৫ পয়েন্ট; সূচক হয়েছে ১৭ হাজার ৩৫১ দশমিক দশমিক ২২ পয়েন্ট।

লেনদেনে অংশ নিয়েছে ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১৭১ টির। আর অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।