লিনডে বিডির ৩৭৫% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত লিনডে বিডির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2019, 12:44 PM
Updated : 5 March 2019, 12:44 PM
প্রতিষ্ঠঅনটির পরিচালনা পর্ষদ ২০১৮ সালের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে বলে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।

৩৭৫ শতাংশ নগদ লভ্যাংশ মানে হচ্ছে ২৫ মার্চ রেকর্ড ডেট পর‌্যন্ত বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে যতো শেয়ার থাকবে তার প্রতিটির জন্য ৩৭ টাকা ৫০ পয়সা পাবেন।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬৫ টাকা ৯৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০১৮ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯৩ টাকা ৯০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ মার্চ।

মঙ্গলবার সর্বশেষ শেয়ারটি ১ হাজার ২৬০ টাকায় লেনদেন হয়েছে।

প্রতিষ্ঠানটির ৬০ শতাংশ শেয়ার আছে মালিকদের হাতে, ২৯ দশমিক ৬০ শতাংশ আছে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আর ১০ দশমিক ৪০ শতাংশ আছে সাধারন বিনিয়োগকারীদের হাতে।