লেনদেন কমলেও সূচক বেড়েছে পুঁজিবাজারে

লেনদেন কমলেও সূচক বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2019, 10:16 AM
Updated : 29 Jan 2019, 10:16 AM

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০ পেয়েন্টের বেশি বেড়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪৬ পয়েন্ট।

তবে দুই বাজারেই লেনদেন কমেছে। ঢাকায় লেনদেন হয়েছে ৯৪৫ কোটি ৮৫ লাখ টাকা। সোমবার এই বাজারে লেনদেন হয়েছিল এক হাজার ৯ কোটি টাকা।

সিএসইতে হাতবদল হয়েছে ৩৭ কোটি ৭৩ লাখ টাকা। সোমবার লেনদেন হয়েছিল ৩৮ কোটি ৩১ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইএক্স সূচক ২০ দশমিক ৩০  পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯২৪ দশমিক ৫৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৩১ দশমিক ৬২ পয়েন্টে ।

তবে ডিএস৩০ সূচক দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬ দশমিক ২৯ পয়েন্টে।

মঙ্গলবার  ডিএসইতে ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।

অন্যদিকে সিএসইতে  সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ১৯০ দশমিক ৬১ পয়েন্টে।

লেনদেনে অংশ নিয়েছে ২৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।