ব্রোকারদের প্রভিশন সুবিধার মেয়াদ ফের বাড়ল

স্টক ডিলার ও স্টক ব্রোকারে মার্জিন হিসাবে প্রভিশনিং সুবিধার মেয়াদ দুই বছর বাড়িয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন -বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2018, 01:59 PM
Updated : 19 Dec 2018, 01:59 PM

ডিএসই ব্রোকার্স আসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) আবেদনের পরিপেক্ষিতে বুধবার কমিশনের সভায় এ অনুমোদন দেয়া হয়েছে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগেও কয়েকবার এ সুবিধার মেয়াদ বাড়ানো হয়েছিল।সর্বশেষ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুবিধার মেয়াদ ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রভিশন সুবিধা বাড়ানোর জন্য ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর পক্ষ থেকে আবেদন করা হয়। এ আবেদনের পরিপেক্ষিতিই প্রভিশন সুবিধার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

“স্টক ডিলার হিসাব ও স্টক ব্রোকারদের মক্কেলের মার্জিন হিসাবের পুনঃমূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির (আনরিয়েলাইজড লস) বিপরীতে রক্ষিতব্য প্রভিশন সুবিধার মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২০ সাল পর্যন্ত কমিশন বর্ধিত করেছে।”

চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুবিধার মেয়াদ ছিল।