ডিএসইতে ৭৩৫ কোটি টাকার লেনদেন

মূল্যসূচক কিছুটা কমলেও লেনদেন বেশ বেড়েছে বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢঅকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2018, 10:57 AM
Updated : 29 Nov 2018, 10:58 AM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ডিএসইতে ৭৩৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের এই অংক আগের দিনের চেয়ে ১৪১ কোটি ২৮ লাখ টাকা বেশি।

বুধবার এই বাজারে ৫৯৪ কোটি ২৭ লাখ টাকার মত শেয়ার লেনদেন হয়েছিল।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৩০ কোটি ৭৩ লাখ টাকা বেশি।

বুধবার এই বাজারে ২২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

বাজার বিশ্লেষণে দেখা যায়,বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৪৭ পয়েন্ট কমে ৫ হাজার ২৮১ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২২৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৬১ পয়েন্টে।

লেনদেনে অংশ নিয়েছে ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৮২টির। আর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার দর।

অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪ দশমিক ০৫ পয়েন্ট  কমে অবস্থান করছে ১৬ হাজার ১৮২ দশমিক ৩২ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৩৩ টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৯ টির, কমেছে ১১৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির দর।