লেনদেন-সূচক কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ দিন বুধবার বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২ পয়েন্টের মতো।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2018, 12:20 PM
Updated : 28 Nov 2018, 12:20 PM

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১ দশমিক ১৩ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৫৯৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবারের তুলনায় এই লেনদেন ৪৪ কোটি ৫৮ লাখ টাকা কম।

লেনদেনে অংশ নিয়েছে ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৬৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১ দশমিক ৮২ পয়েন্ট কমে ৫ হাজার ২৮৬ দশমিক ৭২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২২২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৬০ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ২২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ৮৯ লাখ ২৫ হাজার টাকার মত কম।

মঙ্গলবার সিএসইতে লেনদেন হয়েছিল ২৩ কোটি ৮৬ লাখ টাকা।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১ দশমিক ১৩ পয়েন্ট কমে  অবস্থান করছে ১৬ হাজার ১৯৬ দশমিক ৩৮ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৯ টির, কমেছে ১১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।