লেনদেন-সূচক বেড়েছে পুঁজিবাজারে

মূল্যসূচকের পাশপাশি লেনদেনও বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2018, 10:09 AM
Updated : 27 Nov 2018, 10:09 AM

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯ পয়েন্টের বেশি ।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৯ পয়েন্টের মতো।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৬৩৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা সোমবারের চেয়ে ২২ কোটি ৬০ লাখ টাকা বেশি।

সোমবার এই বাজারে ডিএসইতে ৬১৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১৩৩টির। অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৯ দশমিক ২৯পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৮৮ দশমিক ৫৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২২৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৬২ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ২৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১৮ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ১৯৭ দশমিক ৫০ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৪৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে  ৩৫টির দর।