এএমসিএল প্রাণের ৩২ শতাংশ লভ্যাংশ ঘোষণা   

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি এএমসিএল (প্রাণ) এর পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2018, 10:49 AM
Updated : 25 Nov 2018, 10:49 AM
রোবাবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

৩২ শতাংশ নগদ লভ্যাংশ মানে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারে ৩ টাকা ২০ পয়সা লাভ দেয়া হবে।

৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬ টাকা ৯৪ পয়সা।

৩০ জুন ২০১৮ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫ টাকা ৩৯ পয়সা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা -এজিএম ২২ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় রাজধানীর উত্তর বাড্ডায় ফুজি ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হবে।

রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ ডিসেম্বর।