দাম বাড়ার কারণ জানে না ৪ কোম্পানি

কোন কারণ ছাড়াই অস্বাভাবিক দাম বাড়ছে পুঁজিবাজরে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার দর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2018, 03:56 PM
Updated : 13 Nov 2018, 03:56 PM

কোম্পানিগুলোর কর্তা-ব্যক্তিরাও জানেন না- কেনো তাদের প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ছে।

কোম্পানি ৪টি হচ্ছে- নর্দান জুট মেনুফ্যাক্চারিং কোম্পানি, শ্যামপুর সুগার মিলস, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ এবং জিল বাংলা সুগার মিলস্‌ লিমিটিড।

গত কয়েক দিন ধরে অস্বাভাবিক দাম বাড়ছে এই ৪ কোম্পানির। সোমবার বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চিঠি দিয়ে চার কোম্পানির কাছে দাম বাড়ার কারণ জানতে চায়।

মঙ্গলবার কোম্পানিগুলোর পক্ষ জানানো হয়, শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই তাদের কাছে। ডিএসইর ওয়েবসাইটে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।  

নর্দান জুট ম্যানুফ্যাক্চারিং কোম্পানি

পাট খাতে তালিকাভুক্ত এই কোম্পানির শেয়ারের দাম সাড়ে তিন মাসে বেড়েছে ২৪২ দশমিক ৭৮ শতাংশ।

 

গত ২৬ জুলাই এই শেয়ারটির দাম ছিল ২৫২ টাকা ২০ পয়সা। মঙ্গলবার তা ৮৬৪ টাকা ৫০ পয়সায় বিক্রি হয়েছে।

শ্যামপুর সুগার মিলস

খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত এই কোম্পানির শেয়ারের দাম দুই মাসে বেড়েছে ৭২ শতাংশ।

 

২০ সেপ্টেম্বর এই শেয়ারটির দাম ছিল ২০ টাকা। মঙ্গলবার তা বেড়ে হয়েছে ৩৪ টাকা ৪০ পয়সা।

মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ

খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত এই কোম্পানির শেয়ারের দাম দুই মাসে বেড়েছে ২৫ দশমিক ৫৮ শতাংশ।

 

মঙ্গলবার ১৬ টাকা ২০ পয়সায় বিক্রি হয়েছে এই শেয়ারটি। ২৯ অক্টোবর এর ছিল ১২ টাকা ৯০ পয়সা ।

জিল বাংলা সুগার মিলস্‌

এটাও খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি। ৫ দিনে ৩৭ দশমিক ৩৮ শতাংশ দাম বেড়েছে এই কোম্পানির ।

 

৬ নভেম্বর এই শেয়ারটির দাম ছিল ৩২ টাকা ১০ পয়সা। মঙ্গলবার বিক্রি হয়েছে ৪৪ টাকা ১০ পয়সা।