প্রতি শেয়ারে ১৪ টাকা লভ্যাংশ দেবে মেঘনা পেট্রোলিয়াম

পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2018, 09:28 AM
Updated : 8 Nov 2018, 09:28 AM

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১৭-১৮ অর্থবছরে জন্য ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ সিদ্ধান্ত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন হলে শেয়ারহোল্ডার প্রতি শেয়ারের বিপরীতে ১৪ টাকা লভ্যাংশ বা মুনাফা পাবেন।

অর্থাৎ ১০ টাকা ফেস ভ্যালুর (অবিহিত মূল্য) প্রতি শেয়ারে ১৪ টাকা লাভ পাবেন বিনিয়োগকারী বা শেয়ারহোল্ডারা।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত ২০১৭-১৮ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩৩ টাকা ৩০ পয়সা। ৩০ জুন শেষে শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৩ টাকা ২০ পয়সা।

ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০১৯ সালে ১২ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের আগ্রাবাদে সিটি হল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর। অর্থাৎ ২ ডিসেম্বর পর‌্যন্ত যাদের বিও অ্যাকাউন্টে মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার থাকবে তারা ঘোষিত লভ্যাংশ পাবেন।

এদিকে লভ্যাংশ ঘোষণার পর বৃহস্পতিবার প্রতিষ্ঠঅনটির শেয়ারের দর ৮ টাকা ৫০ পয়সা বেড়েছে।

বুধবার এই শেয়ারের দর ছিল ১৯২ টাকা ৫০ পয়সা। বৃহস্পতিবার তা ২০১ টাকায় লেনদেন হয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গ প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড জ্বালানি তেল বিপণনের কাজে নিয়োজিত।