২১ মাসের মধ্যে সর্বনিম্ন সূচক ডিএসইতে

সপ্তাহের দ্বিতীয় দিন সূচক ও লেনদেন দুটোই কমেছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2018, 10:18 AM
Updated : 22 Oct 2018, 10:18 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৭৯ পয়েন্ট কমে ৫ হাজার ২৫১ পয়েন্টে অবস্থান করছে।

এই সূচক প্রায় ২১ মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে সর্বনিম্ন ২০১৭ সালের ৯ জানুয়ারি- ৫ হাজার ২১৪ পয়েন্ট।  

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩৫ কোটি ৩২ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৪ কোটি ২৭ লাখ টাকা কম।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ২৩৬টির ও অপরিবর্তিত রয়েছ ৪০টির।

এদিকে সোমবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ১৬৫টির ও অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ২৩০ পয়েন্ট কমে ১৬ হাজার ১৭৯ পয়েন্টে অবস্থান করছে।