পুঁজিবাজারে দরপতন

সপ্তাহের প্রথম দিন সূচক ও লেনদেন কমেছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2018, 10:20 AM
Updated : 21 Oct 2018, 10:20 AM

প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫০ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ১৫০ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৪৩৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৬ কোটি ৭৩ লাখ টাকা কম।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ২৫৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৩২টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫০ পয়েন্ট কমে ৫ হাজার ৩৩১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ দশমিক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৩০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১১ দশ‌মিক ৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৮৪ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ১৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৩৮৭ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।