সূচক বাড়লেও লেনদেন কমেছে

সপ্তাহের প্রথম দিন সূচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে। তবে কমেছে লেনদেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2018, 10:16 AM
Updated : 14 Oct 2018, 10:16 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বা ডিএসইএক্স প্রায় ১১ পয়েন্ট বেড়ে প্রায় ৫ হাজার ৪৪৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৫৭৬ কোটি ৬২ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৬৮ কোটি ৩৬ লাখ টাকা কম।

লেনদেনে অংশ নেওয়া ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৪৪টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

এদিকে রোববার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২ কোটি ২১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১০০টির ও অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ২৩ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৮০১ পয়েন্টে অবস্থান করছে।