বিনিয়োগ শিক্ষার প্রসারে বিএসইসির সপ্তাহব্যাপী আয়োজন

বরাবরের মতো এবারও বিনিয়োগ শিক্ষার নানা আয়োজন নিয়ে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2018, 09:49 AM
Updated : 4 Oct 2018, 09:49 AM

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আগামী রোববার (৭ অক্টোবর) অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ে বিএসইসি ভবনে সংবাদ সম্মেলনে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-১৮’ নিয়ে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান।  

উদ্বোধনী দিনে সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিনিয়োগ শিক্ষার গুরুত্ব ও বিনিয়োগকারীর সুরক্ষা শীর্ষক সম্মেলন হবে, যাতে অর্থমন্ত্রীর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

৮ অক্টোবর বেলা সাড়ে ১১টায় ধানমণ্ডিতে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশের (সিডিবিএল) আয়োজনে ইউনির্ভাসিটি অব লিবারেল আর্টসের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বিনিয়োগ শিক্ষা ও বিনিয়োগকারীদের সুরক্ষা শীর্ষক সেমিনার।

৯ অক্টোবর কাকরাইলের আইডিইবি ভবনে বিনিয়োগ শিক্ষা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় ডিএসইর ভূমিকা শীর্ষক সেমিনারের আয়োজন করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

১০ অক্টোবর বিকাল ৩টায় চট্টগ্রামে অবস্থিত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কার্যালয়ে    ‘ইনভেস্টর প্রোটেকশন এজ পার রেগুলেটরি ফার্মওয়ার্ক অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনার হবে।

এর আগে সকাল ১০টায় ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটিতে সিটি ব্যাংক ক্যাপিটাল রির্সোসেস লিমিটেডের আয়োজনে হবে ইনভেস্টর এডুকেশন অ্যান্ড প্রোটেকশন শীর্ষক সেমিনার।

১১ অক্টোবর বেলা সাড়ে ১১টায় ঢাকার বিজয়নগরে হোটেল ৭১ এর অডিটোরিয়ামে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রাইমারি মার্কেটে বিনিয়োগ ও বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা হবে।

ওই দিন বিকাল ৪টায় বিএসইসির আয়োজনে সিকিউরিটিজ কমিশন ভবনের মাল্টিপারপাস হলে বিশ্ব বিনিয়োগকারী সপ্তা-২০১৮ শীর্ষক আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।