ডাইনামিক সিকিউরিটিজকে ২ লাখ টাকা জরিমানা

বিধি লঙ্ঘন করায় ডাইনামিক সিকিউরিটিজ কনসালটেন্টসকে দুই লাখ টাকা জরিমানা দিতে হচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2018, 12:24 PM
Updated : 14 August 2018, 12:24 PM

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ব্রোকারেজ হাউজটি থেকে সমন্বিত গ্রাহক হিসাবে তহবিল ঘাটতির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিধিমালা এবং দ্বিতীয় তফসিলের আচরণবিধি ১ ও ৬ লংঘন হয়েছে।

এদিকে যথাসময়ে আর্থিক হিসাব দাখিল না করায় ইউনাইটেড এয়ারওয়েজকে সতর্ক করার সিদ্ধান্তও নিয়েছে বিএসইসি।

কোম্পানিটি ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসাব যথাসময়ে দাখিল করেনি।

এছাড়া ২০১৬-১৭ অর্থবছরের প্রথম প্রান্তিক ও অর্ধবার্ষিকি, তৃতীয় প্রান্তিক এবং ২০১৭-১৮ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক হিসাব দাখিলে ব্যর্থ হয়েছে।