প্রথম প্রান্তিকে ১৫০% নগদ লভ্যাংশ ঘোষণা ম্যারিকোর

ম্যারিকো বাংলাদেশ হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ারহোল্ডারদের জন্য ১৫০ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2018, 10:30 AM
Updated : 19 July 2018, 10:30 AM

কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৮ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

১৫০ শতাংশ মানে ১০টাকার প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা পাবেন ১৫ টাকা। এই লভ্যাংমের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ আগস্ট।

আলোচ্য তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৭ টাকা ৬২ পয়সা।

আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১৫ টাকা ৭১ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে ইপিএস ১ টাকা ৯১ পয়সা বা ১২ শতাংশ বেড়েছে।

২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৫ টাকা।