সীতাকুণ্ডে জমি কিনছে জিপিএইচ ইস্পাত

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ১২.৩৭ একর জমি কিনবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2018, 07:35 AM
Updated : 28 June 2018, 07:35 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, জমি কেনার জন্য জিপিএইচ ইস্পাতের খরচ হবে ৮৬ কোটি ৮২ লাখ ৫২ হাজার টাকা।

বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে জমি কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। জিপিএইচ ইস্পাত বলছে, কারখানার সম্প্রসারণ কাজের জন্য এই জমি প্রয়োজন।

উৎপাদনক্ষমতা ৫ গুণ বাড়ানোর লক্ষ্য ঠিক করে জিপিএইচ ইস্পাত ২০১৬ সালের জানুয়ারিতে বড় সম্প্রসারণে যাওয়ার ঘোষণা দেয়।

সে সময় কোম্পানির পক্ষ থেকে বলা হয়, এই সম্প্রসারণ কাজের জন্য তাদের ১ হাজার ৭০০ কোটি টাকা ব্যয় হবে, যার মধ্যে ৬২ কোটি টাকা তারা সংগ্রহ করবে পুঁজিবাজার থেকে।

এ বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে জিপিএইচ ইস্পাত তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ৬৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ৪৭ পয়সা ছিল। আর ৩১ মার্চ পর্যন্ত সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য দেখিয়েছে ১৬ টাকা ৪৯ পয়সা।