ইতিবাচক ধারায় পুঁজিবাজার

সপ্তাহের চতুর্থ দিন দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2018, 10:16 AM
Updated : 6 June 2018, 10:16 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বা ডিএসইএক্স প্রায় ৫১ পয়েন্ট বেড়ে প্রায় ৫ হাজার ৩৯৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ২ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে প্রায় একহাজার ২৪৫ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ১৩ দশমিক ১১ পয়েন্ট বেড়ে প্রায় ১ হাজার ৯৯৩ পয়েন্টে অবস্থান করছে।

দিন শেষে ঢাকার বাজারে লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ৪২ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৭৪ কোটি ১২ লাখ টাকা বেশি।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ১০৪টির ও অপরিবর্তিত রয়েছে ৫৫টির।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে ৫১ লাখ টাকা বেড়ে ১৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ৬৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ১৩৯ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৬২২ পয়েন্টে অবস্থান করছে।