আড়াই ঘণ্টায় ২০৬ কোটি টাকা লেনদেন ডিএসইতে

সপ্তাহের শেষ দিন প্রথম আড়াই ঘণ্টায় সূচকের ঊর্ধ্বগতিতে লেনদেন চলছে পুঁজিবাজারে। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2018, 07:53 AM
Updated : 29 March 2018, 07:53 AM

বৃহস্পতিবার লেনদেনের শুরুর পর থেকেই সূচক বাড়তে থাকে; বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর।

বেলা ১টা ১ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০৬ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪১টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৬৬ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১০ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩০৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩৪ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৯ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ২০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক (সিএএসপিআই) ২০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ১৪৭ পয়েন্টে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।