ডিএসইতে ২ ঘণ্টায় লেনদেন ১৬১ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ দিন শেয়ারের মূল্য সূচকে বড় পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2018, 07:32 AM
Updated : 21 March 2018, 07:32 AM

বুধবার লেনদেন শুরুর পর প্রথম ২ ঘণ্টায় দেশের দুই পুঁজিবাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে।

বেলা ১২টা ৪৫ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৬১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ২৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৯৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩২৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১১ দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯০ পয়েন্টে।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক (সিএএসপিআই) ১৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ২৯৫ পয়েন্টে।

এসময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।