জাহিন স্পিনিংয়ের রাইট শেয়ার অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের জাহিন স্পিনিংয়ের রাইট শেয়ার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2018, 12:40 PM
Updated : 7 March 2018, 12:40 PM
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার বিএসইসির নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

কোম্পানিটি ১:১ আর অনুপাতে অর্থাৎ একটি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইটের মাধ্যমে শেয়ারবাজারে ৯ কোটি ৮৫ লাখ ৫২ হাজার ৭০০টি সাধারণ শেয়ার ছেড়ে ৯৮ কোটি ৫৫ লাখ ২৭ হাজার টাকা উত্তোলন করবে।

এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

কোম্পানিটি রাইটের মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে ব্যবসা সম্প্রসারণ, চলতি মূলধন এবং ঋণ পরিশোধ করবে।

রাইট শেয়ার সংক্রান্ত কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে জিএসপি ইনভেস্টমেন্টস লিমিটেড এবং এমটিবি ক্যাপিটাল লিমিটেড।