পূবালীর পরিচালক মোয়াজ্জেমকে ৫ লাখ টাকা জরিমানা

সুবিধাভোগী ব্যবসা করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংকের পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হোসনকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2018, 12:55 PM
Updated : 23 Jan 2018, 12:55 PM

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মঙ্গলবারের সভায় এই জরিমানা হয়।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন তার প্রিন্স করপোরেশনের নামে পরিচালিত বিও হিসাবসমূহে শেয়ার ক্রয়ের ক্ষেত্রে পূর্ব ঘোষণা প্রদান না করে কমিশনের নির্দেশনা ভঙ্গ করেছে।

এছাড়া পূবালী ব্যাংক ২০১৩ সালের ব্যবসায় ১০ শতাংশ বোনাস শেয়ার প্রদান করে, যা সুবিধাভোগী ব্যবসায়ী হিসেবে সৈয়দ মোয়াজ্জেম হোসন আগে থেকেই জানতেন। ফলে ওই সময়ে ব্যাংকটির শেয়ার ক্রয় করে তিনি সিকিউরিটিজ আইন ভঙ্গ করেছেন।

এদিকে পূবালী ব্যাংক সৈয়দ মোয়াজ্জেম হোসেনের শেয়ার ক্রয় সংক্রান্ত বিষয়ে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে এবং তার সম্পর্কে তথ্য না দিয়ে দিয়ে আইন লংঘন করেছে।

এই কারণে বিএসইসি ব্যাংকটিকে সতর্কপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।