রাইট শেয়ারের অর্থে বিডি থাইয়ের অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম রাইট শেয়ারের মাধমে উত্তোলিত টাকা অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন কাজে ব্যয় করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2018, 10:04 AM
Updated : 18 Jan 2018, 10:04 AM
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, ইতোমধ্যে কোম্পানিটি চতুর্থ এক্সটেনশন স্থাপন, অ্যান্ডোলাইজেশন প্লান্ট-২, সাবস্টেশন ও অন্যান্য উন্নয়নমূলক কাজ সফলভাবে সম্পন্ন করেছে।

এছাড়া কোম্পানিটি পাআুডার কোটিং প্লান্ট স্থাপনের জন্য অবকাঠামোও নির্মাণ করেছে।

রাইট শেয়ারের এই তহবিলের কারণে কোম্পানির উৎপাদনও দ্বিগুণ হয়েছে।

রাইটের টাকা থেকে কোম্পানিটি ঋণও পরিশোধ করেছে। এছাড়া রাইট অফার ডকুমেন্ট অনুযায়ী কোম্পানিটির অন্যান্য প্রাসঙ্গিক কাজ চলছে।