নাহি অ্যালুমিনিয়ামের লেনদেন শুরু রোববার

পুঁজিবাজারে সম্প্রতি তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিটের লেনদেন রোববার থেকে শুরু হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2017, 11:12 AM
Updated : 21 Dec 2017, 11:12 AM

দেশের দুই শেয়ারবাজারে কোম্পানিটি একসঙ্গে লেনদেন শুরু করবে বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

কোম্পানিটি “NAHEEACP” ট্রেডিং কোড নিয়ে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ডিএসইতে কোম্পানি কোড হবে ১৩২৪৪ ও সিএসইতে ১৬০৩৭।

এর আগে গত ১৬ নভেম্বর কোম্পানিটির শেয়ার বিও হিসাবে জমা হয়েছে।

২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন জমা নেওয়া হয়। মূলত ব্যবসা সম্প্রসারণ করতে পুঁজিবাজারে আসছে প্রতিষ্ঠানটি। উত্তোলিত অর্থের ৬৫ শতাংশই ব্যয় করা হবে ব্যবসা সম্প্রসারণে।

নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল ২০১০ সালের ২৪ অক্টোবর একটি বেসরকারি কোম্পানি হিসেবে যাত্রা করে। ২০১৪ সালের ১ মার্চ বাণিজ্যিক উৎপাদন শুরু করে কোম্পানিটি।

কোম্পানিটি পলিস্টার কোটিং, পিভিডিএফ কোটিং, ন্যানো পিভিডিএফ কোটিং, ফায়ার-প্রুফ অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল তৈরি করে থাকে। নাহি অ্যালুমিনিয়ামই দেশে এসিপির একমাত্র প্রস্তুতকারক।

কোম্পানির শেয়ার প্রতি অভিহিত মুল্য ১০ টাকা। কোম্পানির অনুমোদিত মূলধন ১২০ কোটি কোটি টাকা। আইপিওপূর্ববর্তী পরিশোধিত মূলধন ৩৩ কোটি টাকা। আর পোস্ট আইপিও পরিশোধিত মূলধন ৪৮ কোটি টাকা।

নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেডকে বাজারে আনতে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।