নেতিবাচক প্রবণতায় লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ারের মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন চলছে বাংলাদেশের পুঁজিবাজারে।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2017, 07:24 AM
Updated : 17 Dec 2017, 07:24 AM

রোববার লেনদেন শুরুর আধঘণ্টার মধ্যে ঢাকা ও চট্টগ্রামের শেয়ারবাজারের প্রধান মূল্য সূচকের কিছুটা উত্থান হলেও এরপর বিক্রির চাপে শুরু হয় দরপতন।

দুই বাজারেই প্রথম আড়াই ঘণ্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আগের দিনের তুলনায় লেনদেনের গতিও কিছুটা কম।

বেলা ১টা ২ মিনিট নাগাদ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১৬৭ কোটি ৫৯ লাখ টাকা।

এসময়ে হাতবদল হওয়া ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, দর কমেছে ১৬৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক প্রায় দেড় পয়েন্ট কমে একহাজার ৩৭৫ পয়েন্টে ও ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ২৪২ পয়েন্টে।

এদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ২৩৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, দর কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১০ কোটি ২৭ লাখ টাকা।