লেনদেন কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ দিনে দেশের পুঁজিবাজারে সূচক কিছুটা বাড়লেও লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ২০০ কোটি টাকা কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2017, 10:11 AM
Updated : 22 Nov 2017, 11:35 AM

বুধবার লেনদেনের প্রথম ঘণ্টায় দুই শেয়ারবাজারেই মূল্য সূচকে বেশ ঊর্ধ্বগতি দেখা যায়। এরপর দরপতন চলতে চলতে এক পর্যায়ে নেতিবাচক হয়ে যায়। কিন্তু শেষ ঘণ্টায় সূচক একটু উপরে উঠে লেনদেন শেষ হয়।

এদিন দুই শেয়ারবাজারেই লেনদেন আগের দিনের আগের দিনের চেয়ে কমেছে; তবে বেড়েছে হাতবদল হওয়া বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর।  

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮৯৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৯৩ কোটি ৯০ লাখ টাকা কম।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১২০টির ও অপরিবর্তিত রয়েছ ৪০টির।

ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ৭ পয়েন্ট বা দশমিক ৪৫ শতাংশ বেড়ে প্রায় ৬ হাজার ২৮৯ পয়েন্টে অবস্থান করছে; ডিএসইএস বা শরিয়াহ সূচক ৭ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে প্রায় একহাজার ৩৮৯ পয়েন্টে ঠেকেছে; এবং ডিএস৩০ সূচক ১.৯৩ পয়েন্ট বেড়ে প্রায় ২ হাজার ২৭০ পয়েন্টে উঠেছে।

অপরদিকে বুধবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১৭ কোটি ৭৬ লাখ টাকা কমে ৪৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেচে ৯৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ২৯ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৪৬৮ পয়েন্টে অবস্থান করছে।