দুই মাসে সর্বোচ্চ লেনদেন

সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2017, 10:47 AM
Updated : 14 Nov 2017, 10:47 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে একহাজার ১৭৬ কোটি ৯১ লাখ টাকার শেয়ার, যা প্রায় দুই মাসের মধ্যে সর্বোচ্চ ।

এর আগে এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল ১৯ সেপ্টেম্বর। সেদিন লেনদেন হয় একহাজার ৫০৮ কোটি ৭৩ লাখ টাকা।

মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্টের বেশি বেড়েছে; চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১১৫ পয়েন্টের মতো।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১৬৬টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৫ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫২ দশমিক ১৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ১৩ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৬৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৬ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৭৭ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ৭২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার এই বাজারে ৪৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১৮ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৮৪ দশমিক ৭৩ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।