৬ হাজার ১০০ পয়েন্ট ছাড়ালো সূচক

আগের দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হওয়া পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় দিনের লেনদেন শেষ হয়েছে বেশ চাঙাভাবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2017, 11:56 AM
Updated : 6 Nov 2017, 12:21 PM

লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বাড়লেও দুই বাজারেই বেশিরভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর কমেছে।

সোমবার দিন শেষে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩১ পয়েন্টের বেশি বেড়ে ৬ হাজার ১০০ পয়েন্ট ছাড়িয়ে যায়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১০৮ পয়েন্টের মতো।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার সূচকের ইতিবাচক গতির মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও দিনের মধ্যভাগে অনেকটা সময়জুড়ে বেশ খানিকটা দরপতন হয়। তবে দিন শেষ হওয়ার আগেই সূচক ঘুরে খাড়া উঠে দাঁড়ায়।

ডিএসইএক্স ৩১ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১০৪ দশমিক ৫০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ১ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩২৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ দশমিক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৬৭১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কার্য দিবস রোববারের চেয়ে ১৩৩ কোটি ৪৮ লাখ টাকা বেশি।

লেনদেনে অংশ নেওয়া ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৭০টির ও অপরিবর্তিত রয়েছে ৪৪টির দর।

ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০টি কোম্পানি হলো-ওয়াইমেক্স ইলেকট্রোড, সিটি ব্যাংক লিঃ, ইফাদ অটোস, ব্র্যাক ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বিবিএস কেবলস্, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন ও এক্সিম ব্যাংক।

দরবৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানি হলো- স্টাইল ক্রাফট, ইস্টার্ন হাউজিং, মার্কেন্টাইল ইন্সুরেন্স, ফারইস্ট লাইফ ইন্সুরেন্স, বিডি থাই, ডাচ্-বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডেসকো ও ড্রাগন সোয়েটার।

দরপতনে শীর্ষ ১০ কোম্পানি হলো- সাভার রিফ্রেক্টরীজ, আইটিসি, সিমটেক্স, ফার্স্ট ফাইন্যান্স, এম্বি ফার্মা, মুন্নু স্টাফলার, অলটেক্স ইন্ডাস্ট্রি, মডার্ন ডাইং, শ্যামপুর সুগার ও ওরিয়ন ইনফিউশন।

অন্যদিকে সোমবার দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০৮ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৩২ দশমিক ০২ পয়েন্টে।

সিএসইতে ৫৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা রোববার ছিল ২৯ কোটি ৩৫ লাখ টাকা।

লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির দর।