তিন ঘণ্টায় ডিএসইতে লেনদেন সাড়ে ৪০০ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় দিন শেয়ারের মূল্য সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে দেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2017, 08:11 AM
Updated : 6 Nov 2017, 08:11 AM

সোমবার লেনদেন শুরুর প্রথম তিন ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় সাড়ে চারশো কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়; চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৪ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়।

ডিএসইকে লেনদেন হওয়া বেশিরভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর বাড়লেও চট্টগ্রামে ঘটেছে উল্টোটা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বেলা ১টা ৩৮ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৪ পয়েন্টে।

এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১৬১টির ও অপরিবর্তিত রয়েছে ৫১টির।

অপরদিকে বেলা ১টা ২৬ মিনিটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক (সিএএসপিআই) ৩৯ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১৮ হাজার ৮৬২ পয়েন্টে অবস্থান করছে।

এসময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১০২টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬টির।