ওয়াটা কেমিক্যালসের শেয়ারের ‘অস্বাভাবিক’ দরবৃদ্ধি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়াটা কেমিক্যালসের শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির পেছনে কোম্পানির কাছে মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2017, 11:11 AM
Updated : 18 Oct 2017, 11:41 AM
রসায়ন খাতের এই কোম্পানির কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

১১ অক্টোবর শেয়ারটির দর ছিল ১৬২ টাকা ৮০ পয়সা, যা বুধবার বুধবার সর্বশেষ ২০১ টাকায় লেনদেন হয়।

মাত্র ৫ কার্যদিবসে শেয়ারের দাম ২৩ দশমিক ৪৬ শতাংশ বেড়েছে শেয়ারটির দর।

দাম বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি ডিএসইকে জানায় দাম বাড়ার মতো মূল্য সংবেদনশীল কোনো তথ্য তাদের কাছে নেই।